হেরেই চলেছে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির এ কি হাল? একের পর এক হার। হারের সীমানায় বন্দি তারা। শনিবার রাতে প্রিমিয়ার লিগে টটেনহামের কাছে নিজেদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। লিগে এটা তাদের টানা তৃতীয় হার। সব মিলিয়ে টানা পঞ্চম হার ম্যানসিটির। ২০০৬ সালের পর এই প্রথমবার দলটি টানা পাঁচ ম্যাচ হারলো।

সিটির এই হারে বড় অবদান জেমস মাডিসনের। জোড়া গোল করেছেন তিনি। টটেনহামের হয়ে অন্য দুই গোল করেন পেড্রো পোরো ও ব্রেনান জনসন। মাডিসন প্রথমার্ধেই দুই গোল করেন। পোরো ও জনসন গোল করেন দ্বিতীয়ার্ধে।

দুই দিন আগে ম্যানসিটি সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ পেপ গার্দিওলা। এমন সময় এ লজ্জায় ডুবতে হলো তাকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি টানা পাঁচ ম্যাচ হারের লজ্জায় ডুবলেন। এই হারের ফলে ঘরের মাঠে সিটির টানা ৫২ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিটাও থেমে গেল।

ম্যানসিটি সর্বশেষ নিজেদের মাঠে এমন বড় ব্যবধানে হেরেছিল ২০০৩ সালে। আর্সেনাল তাদেকে ৫-১ গোলে হারিয়েছিল।

টানা তিন হারের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ম্যানসিটি। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

ম্যাচে দুর্ভাগ্যটা বেশ ভালোভাবেই ভর করেছিল ম্যানসিটির। টটেনহামের তুলনায় প্রায় তিনগুন বেশি শট নিয়েছে তারা। আর্লিং হলান্ড একাই প্রথমার্ধে তিনবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি।

Exit mobile version