হ্যারি কেনের অসাধারণ গোলে বায়ার্ন কোয়ার্টার ফাইনালে
গোল করেই চলেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেন। বায়ার্নের হ্যারিকেন জাদু , তার গোলের সুবাদে জার্মান কাপের রাউন্ড অব সিক্সটিনে ৩-২ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। এ জয়ের ফলে ২০২২-২৩ মৌসুমের পর আবার কোয়ার্টার ফাইনালে পৌঁছালো বায়ার্ন। ২০২০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছালো।
বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে জয় পেয়েছে, অর্থাৎ গোল হয়েছে পাঁচটি। পাঁচ গোলের চারটিই করেছে বার্লিনের খেলোয়াড়রা। অর্থাৎ বায়ার্নের পাওয়া তিন গোলের দুটোই ছিল আত্মঘাতি। আর বার্লিনের পাওয়া দুই গোল ছিল পেনাল্টির ফসল।
ম্যাচের শুরুতেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় বায়ার্ন। ২৪ মিনিটে বায়ার্নের হ্যারিকেন জাদু , গোল করে দলকে ২-০তে এগিয়ে নেন। কর্নার থেকে উড়ে আসা বলে চমৎকার হেডে গোল করেন কেন।
৪০ মিনিটে বার্লিন ব্যবধান কমায়। হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টিতে গোল করেন লিওপোল্ড কোয়েরফেল্ড। তবে এ গোলের স্বস্তি কিছুক্ষণ পরেই উবে যায়। বিরতির বাঁশি বাজার আগেই আত্মঘাতি গোলের ফলে বার্লিন আবার পিছিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার বার্লিন পেনাল্টি পায়। কোয়েরফেল্ড আবার দক্ষতার পরিচয় দিয়ে গোল করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













