অবিশ্বাস্য এক হ্যাটট্রিক করেছেন হ্যারি কেন। তার হ্যাটট্রিকের সুবাদে জার্মান লিগে বায়ার্ন মিউনিখ শুক্রবার ৩-০ গোলে হারিয়েছে অগাসবুর্গকে। এ জয়ের ফলে ১১ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। একইসাথে সর্বশেষ ৬ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখার কৃতিত্ব দেখালো ‘দ্য বাভারিয়ান্স’রা।
নিজেদের মাঠের খেলায় অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে বায়ার্ন মিউনিখ আধিপত্য করবে এটাই ছিল স্বাভাবিক। আধিপত্য ঠিকই তারা করেছে। সফরকারী দলটিকে নিয়ে করেছে ছেলেখেলা। কিন্তু গোলের দেখা পাওয়া তাদের জন্য কঠিন থেকে কঠিনতর করে তুলেছিল সফরকারী দলটি।
প্রায় ৮০ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করে সফরকারীদের জাল লক্ষ্য করে ৩৩টি শট নিয়েছে বায়ার্ন মিউনিখ। গোলপোস্ট, গোলরক্ষক তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দেখা দেয়। বিরতির পর মাত্র চার মিনিট ব্যবধানে তিনবার বায়ার্নের খেলোয়াড়দের শট ক্রসবারে লেগে ফিরে আসে। একের পর এক চেষ্টার পর ৬৩ মিনিটে গোলের দেখা পায় তারা। পেনাল্টি থেকে। কেন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
কেনের হ্যাটট্রিকে ছিল যথেষ্ঠ নাটকীয়তা। স্বাগতিকরা এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়বে এমনই মনে হচ্ছিলো। তখনই শুরু হয় নাটকীয়তা। ম্যাচ তখন ইনজুরি সময়ে। ৯৩ মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন কেন। দুই মিনিট পর অর্থাৎ ৯৫তম মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেন। এ গোলের ফলে চলতি মৌসুমে জার্মান লিগে কেনের গোলসংখ্যা দাঁড়ালো ১৪তে।