অসাধারণ এক কীর্তি গড়েছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন। বুন্দেসলিগায় শুক্রবার রাতে তার একমাত্র গোলেই এফসি কোলনের বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটে মূল্যবান গোলটি করেন হ্যারি কেন।
এ জয়ের ফলে বুন্দেসলিগায় সাময়িক সময়ের জন্য হলেও বায়ার্ন পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ১২ খেলায় ৩২ পয়েন্ট তাদের। তবে শীর্ষস্থানে তাদের অবস্থান হতে পারে খুবই সাময়িক সময়ের জন্য। কেননা বেয়ার লেভারকুসেন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস তো ফেলছেই, নিজেদের পরবর্তী ম্যাচে জয় পেলেই বায়ার্নকে টপকে যাবে তারা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট লেভারকুসেনের।
হ্যারি কেনের কীর্তিটা হচেছ ১২ ম্যাচে ১৮ গোল। কেন হচ্ছেন প্রথম ইংলিশ খেলোয়াড় যিনি বুন্দেসলিগায় প্রথম মৌসুমে ১৮ গোল করার কীর্তি দেখালেন। এর আগে সর্বোচ্চ গোল ছিল ১৭টি। জ্যাডন সানচো এবং কেভিন কিগান এ কীর্তি গড়েছিলেন।
হ্যারি কেন টটেনহাম হস্পার থেকে যখন বায়ার্নে যোগ দেন তখন তিনি বুন্দেসলিগার সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত হন। ১০০ মিলিয়ন ইউরোতে দল বদল করেন তিনি। ফলে তাকে নিয়ে একটা প্রত্যাশা ছিল সবার। সেই প্রত্যাশা মিটিয়ে চলেছেন ইংলিশ অধিনায়ক।
বায়ার্ন আরো বেশি গোল পেতে পারতো। প্রথমার্ধে বায়ার্ন অন্তত তিনটি গোলের সহজ সুযোগ নষ্ট করেছে। শুরু থেকেই বার্য়ান স্বাগতিক কোলনের ওপর চেপে বসেছিল। তারা একের পর এক আক্রমণ করেছে। সে সঙ্গে সুযোগও নষ্ট করেছে। ম্যাচের শুরুর দিকেই লেরয় সানে কোলনের গোলরক্ষক মার্ভিনকে একা পেয়েও গোল করতে পারেননি।
তবে কোলন যে একেবারেই সুযোগ পায়নি তা নয়। সপ্তম মিনিটেই তারা সহজ এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়।
