জাতীয় দলের হয়ে অনেক আগেই সবচেয়ে বেশি গোলের কীর্তি আগেই গড়েছেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে এ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা তিনি। গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ৩১ বছর বয়সী এ ইংলিশ তারকা। তবে এখনো পর্যন্ত শিরোপা জয়ের খরাটা দূর করতে পারেননি। এখনো পর্যন্ত আন্তর্জাতিক বা ক্লাব ফুটবলে কোনো শিরোপার দেখা পাননি হ্যারি কেন। এবার হয়তো সেই খরা ঘোঁচাতে পারবেন। দেখা পাবেন বুন্দেসলিগার শিরোপা। গত রাতেই দেখা পেতেন শিরোপার। কিন্তু দুর্ভাগ্য। আরবি লিপজিগ তার শিরোপা উৎসবকে পিছিয়ে দিয়েছে।
লিপজিপের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হতো বায়ার্ন মিউনিখের। সে পথেই ছিল তারা। কিন্তু ৯৪ মিনিটে লিপজিগের গোল বায়ার্নের শিরোপা উৎসবকে পিছিয়ে দিয়েছে। ৩-৩ গোলে শেষ হয় ম্যাচটি। ড্র’র ফলে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট বায়ার্নের। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের পয়েন্ট ৬৭। বায়ার্নের আর মাত্র দুটো ম্যাচ বাকি। অন্যদিকে লেভারকুজেনের ম্যাচ বাকি তিনটি। আজ লেভারকুজেনের ম্যাচ রয়েছে। এ ম্যাচে তারা পয়েন্ট হারালেই বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। হ্যারি কেন প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবেন।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটি বায়ার্নের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। বরং লিপজিগ বায়ার্নের জন্য এক আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল। বিরতির আগে তারা দুই গোলে এগিয়ে গিয়েছিল। তবে বিরতির পরপরই চমক দেখায় বায়ার্ন। অন্যদিকে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে লিপজিগ। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বায়ার্নকে খেলায় ফেরার সুযোগ করে দেয় লিপজিগ। ৬২ মিনিটে এরিক দিয়ের ও ৬৩ মিনিটে মাইকেল ওলিসে গোল করেন। ৮৩ মিনিটে লেরয় সানে গোল করে বায়ার্নকে এগিয়ে নিলেও জয় এনে দিতে পারেননি। তাদের জয়োৎসবকে থমকে দেন ইউসুফ পুলসেন। ৯৪ মিনিটে গোল করেন তিনি।
