১০ গোলে ভুটান কে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ এ উড়ন্ত সূচনা করলো ভারত

আজ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর উদ্বোধনী ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ভারত। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ১০-০ গোলে হারিয়েছে তাঁরা।

ভারতের মেয়েদের সামনে এক প্রকার খড়কুটোর মত উড়ে গেছে ভুটান। খেলার শুরু থেকেই ভুটান কে চেপে ধরে ভারত। পুজা সেলান জানা, নেহাদের সামনে কোন প্রকার প্রতিরোধ গড়তে পারেনি ভুটানের ডিফেন্স।

একই মাঠে সন্ধ্যা ৭ টায় নেপালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসরে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে চায় সাইফুল বারী টিটুর দল। অন্যদিকে, বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হলেও লড়াই করতে চায় নেপাল। 

খেলা দেখার জন্য দর্শকদের জন্য স্টেডিয়াম উন্মুক্ত রেখেছে বাফুফে।

Exit mobile version