উয়েফা ইউরোপা লিগে নক রাউন্ড প্লে অফে গালাতাসারেকে উড়িয়ে বড় জয় পেয়েছে আকমার। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তুরস্কের চ্যাম্পিয়ন দলটিকে ৪-১ গোলে হারিয়েছে আকমার। একই রাতে অনুষ্ঠিত ম্যাচে রোমা ও এফসি পোর্তো ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে জেকি সেলিকের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রোমা। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলটি করেছিলেন সেলিক। মাউরোর গোলে পোর্তো ৬৭ মিনিটে সমতা ফিরিয়ে আনে।
প্রথমে গোল পেলেও রোমার সামনে হারের শঙ্কা বেশ ভালোভবে জেগে উঠেছিল। পোর্তো সমতা ফেরানোর পাঁচ মিনিট পর রোমা ১০ জনের দলে পরিণত হয়। ব্রায়ান ক্রিস্টান্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন। এ ঘটনা রোমার জন্য বড় আঘাত হয়ে দেখা দেয়। কেননা বিরতির আগেই ইনজুরির কারণে রোমার ফরোয়ার্ড পাউলো দিবালা মাঠ ছেড়ে গিয়েছিলেন।
ফিরতি লেগে রোমা নিজেদের মাঠে খেলবে। এ ম্যাচে জয় পেলে পরবর্তী রাউন্ডে পা রাখবে রোমা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে অ্যাথলেতিক বিলবাও বা ল্যাজিও।