ভারতীয় নারী লিগে আজ ইস্ট বেঙ্গলের জার্সিতে অভিষেক করেছেন বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা সানজিদা আক্তার। তাঁর অভিষেক ম্যাচে ওড়িষা এফসির বিপক্ষে ড্র করেছে ইস্ট বেঙ্গল।
সানজিদা ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি ফুটবলার। বাংলাদেশি এই তারকা উইঙ্গারকে দশ নম্বর জার্সি দিয়েছে তাঁরা। আজ ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন সানজিদা, খেলেছেন পুরোটা ম্যাচ।
ভারতের জাতীয় নারী ফুটবলের কোনো ফুটবলার খেলেছেননা ইস্ট বেঙ্গলে। তাই কাগজে-কলমে দলটা খুব একটা শক্তিশালী নয়।
বাংলাদেশ ফুটবলের এই পোষ্টার গার্ল আজ গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরী করেন। তবে শেষ পর্যন্ত ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি।

নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের দল কিকস্টার্টের বিপক্ষে মাঠে নামবেন সানজিদা। ইস্ট বেঙ্গলের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচ ফেব্রুয়ারী বেলা ২ টা ৩০ মিনিটে।
এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওড়িষা এফসি। এক ম্যাচ বেশি খেলে সানজিদাদের পয়েন্ট ৪। এতে করে পয়েন্ট টেবিলে ছয়ে অবস্থান করছেন তাঁরা। সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাবিনার কিকস্টার্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















