১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফে’র

এম এ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম) ফাইল ছবি।

আগামী ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম নিজেদের করে পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার, উডেন ফ্লোর জিমনেশিয়াসে খেলা দেখতে এসে সাংবাদিকদের এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের বাস ভবনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, দীর্ঘ মেয়াদে এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ পেতে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। এর একদিন পরই জানা গেলো ১০ বছরের কাঙ্খিত মাঠটি পেতে যাচ্ছে বাফুফে।

১৯ ডিসেম্বর ফিফার পক্ষ থেকে জানানো হয় যে, ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন। এই ক্ষেত্রে আর কোন বাধা নেই। সে বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার গুলশানে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাফুফে সভাপতি।

সেখানে হামজা চৌধুরীর খেলার বিষয়টি নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে বলে জানান তাবিথ আউয়াল। বাংলাদেশ জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্য কোন প্রবাসী ফুটবলারও লাল-সবুজের জার্সিতে নিজেকে মেলে ধরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

চলতি বছরের বিপিএল ফুটবল শুরু হওয়ার পর থেকেই মাঠের মান নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে গাজীপুর স্টেডিয়াম খেলার উপযুক্ত নয় বলে বিভিন্ন পক্ষ থেকে দাবী করা হচ্ছে। কিন্তু মাঠের অপ্রতুলতার কারণে চাইলেও অন্য কোন ভেন্যুতে খেলা স্থানান্তর করা যাচ্ছে না বলে জানান বাফুফে সভাপতি।

Exit mobile version