সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবেই এসেছিলেন জামাল ভূঁইয়া। কিন্তু ম্যাচে খেলবেন কি না বিষয়টি অনিশ্চিত। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জামাল বলেন, ‘আমি একজন খেলোয়াড়, আমি খেলতে চাই। সব সময়ই খেলতে চাই। সেটা ১০ মিনিট হোক, কিংবা ১৫ মিনিট হোক আমি খেলতে চাই।
জামালও এও জানালেন তাকে খেলানোর বিষয়টি পুরোপুরি কোচের ওপর নির্ভরশীল। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গত মার্চে ভারতের বিপক্ষে খেলেননি। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে না খেলানোর সম্ভাবনা প্রবল।
বিশেষকরে কানাডা প্রবাসী শমিত সোমের কারণে মিডফিল্ডে বাংলাদেশের শক্তি বেড়েছে। আরও জামালও পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেই দীর্ঘদিন ধরেই। এই বাস্তবতা মাথায় রেখেই জামাল বললেন, আমি খেলতে চাই, কিন্তু কোন কারণে খেলতে না পালে বিষয়টি খুবই কষ্টদায়ক। দিনশেষে দলকেই প্রাধান্য দিতে হবে। ফলে যারা খেলবে তাদের জন্য শুভকামনা থাকবে এবং তাদের প্রতি আমার শুভকামনা থাকবে।
