ইন্টার মায়ামিতে গিয়েই নতুন করে সবার মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার স্ত্রী, সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বেশি থিতু হয়ে বসলেন মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে মনের মতো একটি বাড়ি খুঁজে পেয়েছেন মেসি যা কিনেছেন ১ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার দিয়ে। মেসির বাড়িটিরি মূল্য বাংলাদেশি মুদ্রায় ১১৮ কোটি টাকা।
আন্তজার্তিক গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপজয়ী তারকার প্রথম বাড়ি নয়। এর আগে প্রায় শত কোটি টাকা (৭ মিলিয়ন পাউন্ড) ব্যয় করে ২০১৭ সালে ফ্লোরিডায় পোর্শ ডিজাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন মেসি। পরে কলিন্স অ্যাভিনিউয়ের রেগালিয়া টাওয়ারের পুরো নবম তলা ৮২ কোটি টাকার বেশি খরচ করে কিনেছিলেন। শুধু তাই নয়, ট্রাম্প রয়্যাল টাওয়ারে দুটি বিলাসবহুল ইউনিটও রয়েছে মেসির।
বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে এই মুহূর্তে বলিভিয়ার লাপাজে আছেন মেসি। আজকেই রাতে তার নতুন বাড়িতে ওঠার কথা রয়েছে। উল্লেখ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে পরিবার নিয়ে ছুটিতে ফ্লোরিডায় বেড়াতে যেতেন মেসি।