১৪ মিনিটে নুনেজের হ্যাটট্রিক

স্টোক সিটির বিপক্ষে মাত্র ১৪ মিনিটে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ডারউইন নুনেজ। রোববার প্রীতি ম্যাচে তিনি এই হ্যাটট্রিক করেন। তার হ্যাটট্রিকের সুবাদে লিভারপুল ৫-০ গোলে জয় পেয়েছে। লিভারপুলের জয়ে অন্য দুই গোল করেন রিও এনগুমোহা ও ফেডেরিকো চিয়েসা।

ফ্লোরিয়ান উইর্টজ এ মৌসুমে বেয়ার লেভারকুজেন থেকে লিভারপুলে যোগ দিয়েছেন। ভার্জিল ফন ডিক, অ্যান্ডি রবার্টসন, মোহাম্মদ সালাহকে নিয়ে এক শক্তিশালী একাদশ সাজিয়েছিলেন লিভারপুল কোচ। ফলে প্রতিপক্ষ উড়িয়ে দিতে মোটেও দুঃশ্চিন্তা করতে হয়নি। ২০ মিনিটের মধ্যে তারা ৩-০ গোলে এগিয়ে যায়। তিনটি গোলই করেন নুনেজ।

এ ম্যাচে লিভারপুল কোচ তার অন্য খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন। খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। দ্বিতীয়ার্ধে লিভারপুল ১০ খেলোয়াড় পরিবর্তন করেন।

এদিকে লিভারপুল প্রাক মৌসুম এশিয়া সফরে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে।

Exit mobile version