বার্সেলোনার প্রতীকী নাম লিওনেল মেসি দীর্ঘদিন ধরেই অসংখ্য তরুণ ফুটবলারের অনুপ্রেরণা হয়ে আছেন। তবে সেই তালিকায় যদি প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের নাম উঠে আসে, সেটা স্বাভাবিকভাবেই বিস্ময়ের জন্ম দেয়।
এমনই এক উদাহরণ গড়েছেন রিয়ালের নতুন আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। সম্প্রতি স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ছয় বছরের চুক্তি করা এই তরুণ জানালেন, তাঁর চোখে বিশ্বের সেরা ফুটবলার দেশটির বিশ্বকাপজয়ী তারকা মেসিই।
যদিও গত মাসেই চুক্তি সম্পন্ন হয়েছিল, তবে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ১৮তম জন্মদিনে সান্তিয়াগো বার্নাব্যুতে জমকালো আয়োজনে মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। ক্লাবের পক্ষ থেকে তাঁকে তুলে ধরা হয় নতুন প্রজন্মের প্রতীক হিসেবে।
সংবাদ সম্মেলনে এই আক্রমণাত্মক মিডফিল্ডার শৈশবের স্বপ্নপূরণের অনুভূতি শেয়ার করেন এবং নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও খোলামেলা কথা বলেন। তবে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল এক প্রশ্নে—তাঁর চোখে বিশ্বের সেরা ফুটবলার কে? বিনা দ্বিধায় উত্তর আসে, “আমার কাছে মেসিই বিশ্বের সেরা। আমি আর্জেন্টাইন, আর আমার চোখে সেও সেরা।”
পরে রিয়ালের ইতিহাসে খেলা আর্জেন্টাইন ফুটবলারদের প্রসঙ্গ উঠলে মাস্তানতুয়োনো যোগ করেন, “রিয়াল মাদ্রিদের কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়কে আমি অনুসরণ করেছি। আলফ্রেদো দি স্তেফানোকে সরাসরি দেখিনি, তবে দি মারিয়া ও হিগুয়াইনের খেলা অনেক দেখেছি, তাঁদের খেলা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















