লা লিগায় আরও একটা হার হজম করতে হয়েছে বার্সেলোনাকে। দাপটের সঙ্গে লিগ মৌসুম শুরু করা বার্সেলোনা শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেছে। আলেক্সান্ডার সরলোথ ইনজুরি সময়ে গোল করে আতলেতিকোকে জয় এনে দেন। গত ১৮ বছরে বার্সেলোনার মাঠে আতলেতিকোর এটি প্রথম জয়।
বার্সেলোনা বিপক্ষে এ জয়ের ফলে আতলেতিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে বার্সেলোনা শীর্ষ স্থান হারিয়েছে। শুধু তাই নয়, তাদের সামনে এখন দ্বিতীয় স্থান হারানোরও শঙ্কা রয়েছে।
১৮ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে। বার্সেলোনা ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে তারা ১৯ ম্যাচ খেলেছে। ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে থাকলেও তারা খেলেছে ১৭ ম্যাচ। ফলে বার্সেলোনা দ্বিতীয় স্থান হারাচ্ছে এটা বলাই যায়।
বড্ড বাজে সময় পার করছে বার্সেলোনা। মৌসুমের শুরুতে একচ্ছত্র আধিপত্য ছিল দলটির। প্রথম ১২ ম্যাচে তারা মাত্র এক ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। অন্যদিকে সর্বশেষ ৭ ম্যাচের ছয়টিতেই তারা পয়েন্ট হারিয়েছে। চার ম্যাচে হার দুই ম্যাচে ড্র, একটিতে জয়।
ম্যাচের শুরুতে একচ্ছত্র আধিপত্য ছিল বার্সেলোনার। তারই ধারাবাহিকতাই গোল করে এগিয়ে গিয়েছিল দলটি। ৩০ মিনিটে পেদ্রি গোল করেছিলেন। এই ব্যবধান তারা পরবর্তী ৩০ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল। কিন্তু পরবর্তী ৩০ মিনিটে দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
রদ্রিগো ডি পল ৬০ মিনিটে গোল করে আতলেতিকোকে ম্যাচে ফিরিয়ে আনেন। আর ৯৬ মিনিটে সরলোথ গোল করে বার্সেলোনার হার নিশ্চিত করেন।