১৯৭৯ সালের পর প্রথমবার লিগ ওয়ানে এফসি প্যারিস

একটা সময় লিগ ওয়ানের ক্লাব ছিল প্যারিস এফসি। কিন্তু গত ৪৬ বছর তারা লিগ ওয়ানের বাইরে ছিল। প্রায় অর্ধ শতাব্দি পর তারা আবার শীর্ষ লিগে ফিরছে। গতকাল রাতে মার্টিগুয়েসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর তাদের লিগ ওয়ানে খেলা নিশ্চিত হয়েছে। এর ফলে ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো তাদেরকে ফ্রান্সের শীর্ষ লিগে দেখা যাবে।

মার্টিগুয়েরেসের সঙ্গে ড্র’র ফলে লিগ টুতে শীর্ষ দুয়ে থাকা নিশ্চিত হয়েছে। তাদের পাশাপাশি লোরিয়েন্তেরও লিগ ওয়ানে খেলা নিশ্চিত হয়েছে।

লিগ ওয়ানে ওঠার মাধ্যমে প্যারিস এফসি যোগ দেবে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে। এর ফলে প্যারিস থেকে একই মৌসুমে গত ৩৫ বছরে প্রথমবারের মতো দুটো দল লিগ ওয়ানে খেলবে। ১৯৯০ সালে সর্বশেষ প্যারিস থেকে দুটো ক্লাব লিগ ওয়ানে খেলেছিল। সে সময় রেসিং প্যারিস ওয়ানের অবনমনের পর থেকে একই মৌসুমে প্যারিস থেকে কখনো দুটো ক্লাব লিগ ওয়ানে খেলতে পারেনি।

Exit mobile version