২য় দিনেই ব্যাটফুটে বাংলাদেশ; ভারত এগিয়ে ৩০৮ রানে

প্রথম ইনিংসে ৬ রান করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ব্যক্তিগত ৫ রানে। কিন্তু টেস্টের নিয়ন্ত্রণ স্বাগতিক দলের কাছেই।

দ্বিতীয় দিন শেষেই চেন্নাই টেস্টের পুরো নিয়ন্ত্রণ এখন ভারতীয় দলের কাছে। ৩০৮ রানের লিড নিয়েছে স্বাগতিক দল। তিন উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে রোহিত শর্মার দল। শুভমান গিল ৩৩ ও রিশভ পন্ত ১২ রানে অপরাজিত আছেন।

অথচ বৃহস্পতিবার কি দারুণভাবেই না চেন্নাই টেস্ট শুরু করেছিলো বাংলাদেশ দল। টস জিতে বোলিং বেছে নেয়া শান্ত বাহিনী ৩৪ রানে তিন ও ৯৬ রানে চার উইকেট তুলে নিয়ে ভারতকে চেপে ধরেছিলো। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও এবং রবীচন্দ্রন অশ্বিনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৭৬ রানের সংগ্রহ পাওয়া ভারতীয় দল বোলিংয়ে বাংলাদেশকে রীতিমতো কাঁদিয়ে ১৪৯ রানে অলআউট করে দেয়।

প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। ভারতীয় অধিনায়ক প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। ভিরাটও কোহলিও ফিরেছেন অল্প রানে। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে ৮১ রান। সব মিলিয়ে ৩০৮ রানের লিড ভারতের।

এর আগে প্রথম দিনের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক ভারত। ৮৬ রান নিয়ে শুরু করা রবীন্দ্র জাদেজা কোন রান যোগ না করেই পেসার তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

জাদেজার পর দ্রুতই আরও দুই উইকেট হারায় ভারত। আকাশ দ্বীপ ব্যক্তিগত ১৭ ও আগের দিনের সেঞ্চুরিয়ান রবীচন্দ্রন আশ্বিন আরও ১১ রান করে ব্যক্তিগত ১১৩ রানে তাসকিনের বলেই আউট হন। পাকিস্তান সফরে এক ইনিংসে পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করা পেসার হাসান মাহমুদ চেন্নাই টেস্টেও পাঁচ উইকেট তুলে নিলেন। ভারতের শেষ ব্যাটার হিসেবে দলীয় ৩৭৬ রানে আউট হন জসপ্রিত বুমরাহ ব্যক্তিগত ৭ রান করে।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল ভারতীয় পেস তোপের পাশাপাশি স্পিন ঘূর্ণিতেও কাবু হয়ে ১৪৯ রানেই গুটিয়ে যায়। জসপ্রিত বুমরাহ’র করা প্রথম ওভারের শেষ বলে সাদমান ইসলাম ব্যক্তিগত ২ রানে বোল্ড হয়ে যান। ভারতীয় পেসে রীতিমতো কাঁপতে থাকা আরেক ওপেনার জাকির হাসান আউট হয়েছেন আকাশ দ্বীপের ওভারে ২ রান করে। তিনি মোকাবিলা করেন ২২ বল।

৯ম ওভারের প্রথম বলে জাকিরকে বোল্ড করার পর দ্বিতীয় বলে বাংলাদেশের একমাত্র টেস্ট ব্যাটসম্যান হিসেবেখ্যাত মমিনুল হক সৌরভকে শূন্য রানে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। মুশফিকুর রহিম এসে আকাশ দ্বীপকে হ্যাটট্রিক করার সুযোগ না দিলেও ফিরেন ৮ রান করে বুমরাহ এর ওভারে। বাংলাদেশের টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তই কেবল দুই অঙ্কের স্পর্শ করেছেন। আউট হয়েছেন ২০ রান করে।

দলীয় ৪০ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে রীতিমতো ধুকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪৯ রান তুলতে পেরেছে সাকিব আল হাসানের ৩২, লিটন দাসের ২২ ও মেহেদি মিরাজের অপরাজিত ২৭ রানে সুবাদে। শেষ দিকে ১১ রান করে এসেছে তাসকিন আহমেদ ও নাহিদ রানার ব্যাটে।

ভারতের পক্ষে বুমরাহ ৫০ রানে চার উইকেট তুলে নিয়েছেন। ‍দু’টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ ও রবীন্দ্র জাদেজা। ১৩ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও মাত্র ২৯ রান দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।

Exit mobile version