বছরজুড়ে আলো ছড়ানো ফুটবলারদের নিয়ে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফাপ্রো প্রকাশ করেছে ২০২৫ সালের বর্ষসেরা একাদশ। তবে এবারের তালিকায় রয়েছে বড় চমক। জায়গা পাননি আধুনিক ফুটবলের সবথেকে জনপ্রিয় দুই কিংবদন্তি, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
অভিজ্ঞদের ছাপিয়ে এবার জায়গা পেয়েছেন এক ঝাঁক তরুণ তারকা। গোলপোস্টে আছেন ফ্রান্সের গিয়ানলুইজি ডোনারুম্মা। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক, যার পাশে আছেন পিএসজির দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও নুনো মেন্ডিস। হাকিমি গত মৌসুমে ক্লাবের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আক্রমণভাগে রয়েছে বর্তমান প্রজন্মের তিন তারকার নাম। বার্সেলোনার লামিন ইয়ামাল, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং পিএসজির ওসমান দেম্বেলে। এই ত্রয়ীই এখন ইউরোপীয় ফুটবলের আক্রমণভাগে সবচেয়ে আলোচিত মুখ।
মাঝমাঠে জুড়ে রয়েছেন প্রতিভাবান দুই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম ও বার্সেলোনার পেদ্রি। এ ছাড়া পিএসজির ভিতিনহাও জায়গা পেয়েছেন তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য।
ডান প্রান্তে আছেন চেলসির তরুণ উইঙ্গার কোল পালমার, যিনি ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজির বিপক্ষে বলতে গেলে একাই জিতিয়েছিলেন চেলসি কে। অন্যদিকে বাম প্রান্তে জায়গা পেয়েছেন পিএসজির ভিতিনহা।
ফিফাপ্রোর বর্ষসেরা একাদশ ২০২৫:
গিয়ানলুইজি ডোনারুম্মা (পিএসজি); ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্ডিস (পিএসজি); কোল পালমার (চেলসি), ভিতিনহা (পিএসজি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা); লামিন ইয়ামাল (বার্সেলোনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) ও ওসমান দেম্বেলে (পিএসজি)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















