২০২৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবে ৩২ দল

বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়েছে। তারই ধারাবাহিকতায় এবার বাড়ল ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা। বর্তমানে সাত ক্লাব অংশ নিলেও ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

এ বছরের শুরুতে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছিল ফিফা। তারই চূড়ান্ত ঘোষণা হলো এবার। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র।

সৌদি আরবের জেদ্দাতে ফিফা কাউন্সিলের সভা শেষে জানানো হয়, ক্লাব বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল মহাদেশীয় কাপে প্লে অফে জয়ী দলের বিপক্ষে খেলবে। এই টুর্নামেন্টে বর্তমান কনফেডারেশন চ্যাম্পিয়নরা অংশ নেবে।

ইনফান্তিনো বলেন, নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হবে।

ফিফা কাউন্সিল আরও সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হবে চিলি। এছাড়া ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের স্বাগতিক হবে পোল্যান্ড।

নতুন এ টুর্নামেন্ট নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে শীর্ষস্থানীয় ক্লাবগুলোর খেলোয়াড়রা সমালোচনায় মেতেছেন। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাজাল এর বলেন, এতে করে খেলোয়াড়দের আয় কমে যাবে। শীর্ষস্থানীয় ক্লাবের একজন শীর্ষস্থানীয় খেলোয়াড়কে ব্যস্ত সময় পার করতে হয়। নতুন টুর্নামেন্টের ফলে আমরা ছুটি পাব না। আমি কোচ কার্লো আনচেলোত্তির সঙ্গে একমত। অনেক বেশি ম্যাচ মানে ইনজুরির  শঙ্কা বেড়ে যাওয়া। 

Exit mobile version