২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক সৌদি আরবে

বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ার জন্য কত লড়াই। কত ভোটাভুটি। কিন্তু ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজকের লড়াইয়ে তার কিছুই দেখা গেল না। একমাত্র আবেদনকারী সৌদি আরব বিনা প্রতিদ্বন্দ্বীতায় পেয়ে গেল ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব। আর ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। গতকাল বুধবার ফিফার সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, পর্তুগাল ও স্পেন হলেও আরো তিন দেশে খেলা হবে। সেই তিন দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্ণ হবে। স্বাভাবিকভাবে ব্যতিক্রমী কিছু এটা থাকতে হবে। সেই ধারণা থেকেই মরক্কো, পর্তুগাল ও স্পেনের সঙ্গে ফিফা দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যোগ করেছে। ১৯৩০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচ এই তিন দেশে আয়োজন করা হবে। দক্ষিণ আমেরিকার এই তিন দেশ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা সরে দাঁড়ায়।

সৌদি আরব আগে কখনো বিশ্বকাপের আয়োজন করেছি। বিশ্বকাপের জন্য তারা নতুন করে আটটি স্টেডিয়ামে নির্মাণ করবে।

Exit mobile version