আগামী সোমবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারও ৩২ টি মিডিয়া হাউজ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। আগামী ৩১ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ভেন্যু ঢাকা স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দান।
অলিম্পিক অ্যাসোসিয়েশন এর অডিটোরিয়ামে আজ সংবাদ সম্মেলনে মিডিয়া কাপ ফুটবলের বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি ও জার্সি উন্মোচনও অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আলফাজ আহমেদ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনী, সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি ও বিএসজেএ’র যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের।
