সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভুটান। মঙ্গলবার ডাবল লিগ পদ্ধতির প্রথম লেগে ৪-১ ব্যবধানে ভুটানকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় আবারও মাঠে নামবে এই দুই দল।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে। দিনের দ্বিতীয় খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টায়, এর আগে দুপুর ৩টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। তবে মাঠের অবস্থা নিয়ে রয়েছে সংশয়। আগের ম্যাচেই দেখা গেছে, বৃষ্টির কারণে কিংস অ্যারেনার মূল মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। খেলা বন্ধ রাখতে হয়েছিল তিন ঘণ্টা। পরে তা অনুশীলন মাঠে স্থানান্তর করা হয়।
এই পরিস্থিতি সাফ আয়োজকদেরও ভাবিয়ে তুলেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাফ ফেডারেশন সদরদপ্তর থেকে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে বাফুফেকে চিঠি পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচ আয়োজন নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মঙ্গলবারের ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল বাংলাদেশ। শান্তি মারডির হ্যাটট্রিক এবং সংগৃহীত দলীয় পারফরম্যান্স ভুটানকে চাপে ফেলে দেয়। আজকের ম্যাচেও জয় ধরে রাখতে চায় লাল-সবুজের মেয়েরা, পাশাপাশি গোল ব্যবধান বাড়িয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায়।
খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি থাকলেও, মাঠ ও আয়োজনে ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। ফুটবল বিশ্লেষকদের মতে, এমন আন্তর্জাতিক আসরে পরপর ম্যাচ আয়োজনের জন্য সুসংগঠিত মাঠ ও বিকল্প ভেন্যু থাকা জরুরি।
