নাথান ব্রডহেডের জোড়া গোলের সুবাদে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে রেক্সহাম। লিগ ওয়ানের দল রিডিংকে তারা ২-০ গোলে হারিয়েছে। এ জয়ের সুবাদে ৪৮ বছর পর প্রথমবারের মতো কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছালো দলটি।
ম্যাচে পরিস্কার ফেভারিট ছিল রিডিং। কিন্তু তাদেরকে মিথ্যা প্রমাণ করে রেক্সহাম আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ করলেও দ্বিতীয়ার্ধে দ্রুত তারা জোড়া গোলের দেখা পায়। দুটো গোলই করেন নাথান ব্রডহেড। প্রথমটি ৫৭ মিনিটে আর দ্বিতীয়টি ৬০ মিনিটে।
মূলত দ্বিতীয়ার্ধে রেক্সহামের গোল পাওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একের পর এক চাপ তৈরি করে তারা সুবিধাজনক অবস্থায় পৌঁছে গিয়েছিল।
এমন জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রেক্সহাম কোচ ফিল পারকিনসন। তিনি বলেন, আমি আগের দিন ছেলেদের বলেছিলাম আমাদের জার্নি শুরু হয়েছে। এখন ইতিহাস তৈরির সুযোগ। যাহোক ছেলেরা পেরেছে, আমি খুশি। এখন আমাদের আরো এগিয়ে যাওয়ার পালা।
