১৯৯৪ সাল পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে অংশ গ্রহণকারী দলের সংখ্যা ছিল ২৪। ১৯৯৮ সাল থেকে সেই সংখ্যাটা বেড়ে ৩২ হয়েছে। ২০২৬ সাল থেকে সেই সংখ্যা হবে ৪৮। পরবর্তী আসর অর্থাৎ ২০৩০ সাল থেকে সংখ্যাটা আরো বাড়াতে চান দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগুয়েজ। সেই সংখ্যা তিনি বর্তমানের দ্বিগুন অর্থাৎ ৬৪ করতে চান।
কনমেবলের আশিতম অর্ডিনারী কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন ডোমিনগুয়েজ। তিনি বলেন, বিশ্বকাপের শততম বর্ষ জাকজকমভাবে করা হবে। কেননা শতবর্ষে এমন আসর একবারই আসে।’
২০৩০ সাল বিশ্বকাপের শততম বর্ষ। এ উপলক্ষে সবচেয়ে বেশি দলকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়েছে। প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল ও মরক্কো এ আসরের আয়োজক। তবে মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো।
ডোমিনগুয়েজের প্রস্তাব মেনে নিলে টুর্নামেন্টে ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সংখ্যাটা ১৯৯৮ সালে বিশ্বকাপে অনুষ্ঠিত ম্যাচের সংখ্যার দ্বিগুন। তবে উয়েফা আলেক্সান্ডার সেফেরিন ৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনাকে বাজে পরিকল্পনা বলে অভিহিত করেছেন। তিনি এ পরিকল্পনার সমালোচনা করে বলেন, এটা হলে বাছাই প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে।