৭০ বছরে নিউক্যাসলের প্রথম ঘরোয়া শিরোপা জয়

কারাবাও কাপ

চ্যাম্পিয়ন নিউক্যাসল দল

ঘরোয়া ফুটবলে নিউক্যাসেল ইউনাইটেডকে সর্বশেষ শিরোপা জয় করতে দেখেছিল এমন সমর্থক সম্ভবত খুব বেশি বেঁচে নেই। যারা আছেন তারা নিজেদের সৌভাগ্যবান মনে করতে পারেন। কেননা আরো একবার তারা নিউক্যাসলকে শিরোপা জয় করতে দেখলেন। গতকাল রোববার রাতে অনুষ্ঠিত কারাবাও কাপ জয় করেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ৭০ বছর পর তারা ঘরোয়া শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উভয়ার্ধে একটি করে গোল পায় নিউক্যাসল। সেই দুই গোলের নায়ক ড্যান বার্ন ও অ্যালেক্সান্ডার ইসাক।

ড্যান বার্ন ৪৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। বিরতির পরপরই ইসাক ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন। ইনজুরি সময়ে লিভারপুলের ফ্রেডেরিকো চিয়েসা ব্যবধান কমান।

দুই বছর আগে একবার কারাবাও কাপ জয়ের সম্ভাবনা তৈরি করেছিল নিউক্যাসল। শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছিল তাদের। হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে রোববারের চিত্র ছিল ভিন্ন। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলেছে দীর্ঘদিন শিরোপা খরায় ভোগা দলটি। বিপরীতে লিভারপুলকে অনেকটা সাধারণ মানের দল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে হারের ধাক্কাটা হয়তো এখনো তারা সামলে উঠতে পারেনি। যার স্পষ্ট প্রভাব ছিল ম্যাচে।

গোলশূন্যভাবে বিরতিতে যেতে পারছে এমনটা ভেবে লিভারপুলকে সন্তুষ্ট মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বিরতির ঠিক আগেই বার্ন নিউক্যাসলকে এগিয়ে নেন। মৌসুমে এটা ছিল তার প্রথম গোল। আর ওয়েম্বলিতে দীর্ঘ ২৫ বছরে নিউক্যাসলের প্রথম। দ্বিতীয় গোলের জন্য মোটেও দেরি করতে হয়নি তাদের। সাত মিনিট পর ইসাক গোল করে দলের জয় নিশ্চিত করেন। সে সঙ্গে ওয়েম্বলিতে নিউক্যাসলের সমর্থকদের গর্জনে ভরিয়ে তোলেন। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে তারা মেতে ওঠেন। যা ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আরো বাড়িয়ে দেয়।

Exit mobile version