১৩ ফেব্রুয়ারি জার্মানি গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ২৮ দিন পর মঙ্গলবার দেশে ফেরেন তিনি।
দীর্ঘ ৮৭ দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসলেন সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দেশ ও দেশের বাইরে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিজের অঙ্গনে ফিরলেন বাফুফে সভাপতি।
গত বছরের ১৬ ডিসেম্বর বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নাম ফলক উন্মোচন করে বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন টানা চতুর্থ মেয়াদে বাফুফে’র সভাপতিত্ব হিসেবে দায়ীত্ব পালন করা সালাউদ্দিন।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে কয়েকটি ব্লক ধরা পড়ার পর বাইপার্স সার্জারি করা হয় কাজী স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্যের।
সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় দীর্ঘ একমাস নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। পরর্তীতে জার্মানিতে থাকা তাঁর একমাত্র কন্যার সারাহজিনের কাছে যান বাফুফে সভাপতি। সেখানে পারিবারিক আবহে কাটানোর পাশাপাশি ফিজিও’র পরামর্শে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়েছেন তিনি।