শুরুতে গোল করেও হার; চারে নামলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

বুকায়া সাকার গোলে পঞ্চম মিনিটে লিড। ফুলহ্যামের মাঠে শুরুতে গোল করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিলো আর্সেনালের সামনে। কিন্তু ম্যাচের ২৯ ও ৫৯ মিনিটের গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় গানারদের।

উড়ছিল আর্সেনাল। শুধু তাই নয়, এবারের লিগ শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের উপস্থাপন করেছিল। পয়েন্ট টেবিলে নেতৃত্বও দিচ্ছিল। নেতৃত্ব স্থানটা আরো সংহত করার সুযোগও ছিল। কিন্তু হঠাৎ করে যেনো গানার্সদের সেই সুর কেটে গেছে, আর তাতেই হয়েছে পতন। রোববার রাতে আগে গোল করেও ফুলহামের কাছে ১-২ গোলে হেরেছে আর্সেনাল। এ নিয়ে টানা তিন ম্যাচ  জয়হীন আর্সেনাল।

পয়েন্ট টেবিলে হারানো শীর্ষস্থানে আবার ফিরে আসার সুযোগ ছিল আর্সেনালের। ১৯ ম্যাচ থেকে  তারা ৩৭ পয়েন্ট নিয়ে শুরু করেছিল ফুলহামের বিপক্ষে ম্যাচটি। সে সময় সমান ম্যাচে লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে নেৃতত্বে। জয় পেলেই লিভারপুলকে টপকে যেত আর্সেনাল। পয়েন্ট টেবিলের লড়াইটা হয়ে উঠতো আরো জমজমাট।

আগের ম্যাচে নিজেদের মাঠে হারা আর্সেনাল এবার অ্যাওয়ে ম্যাচে শুরুতেই সঠিক ট্রাকে থাকার ইঙ্গিত দিয়েছিল। ম্যাচের শুরুতেই গোল করে নিজেদের অবস্থানের জানান দিয়েছিল। সমর্থকরা কিছু বুঝে উঠতে না উঠতেই গোল করেন বুকায়া সাকা। গোলটা পেতে পারতেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। সুযোগ বুঝে গোল করার জন্য ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু ফুলহামের গোলরক্ষক বার্নড লেনো দক্ষতার সঙ্গে মার্টিনেলির পা থেকে বল কেড়ে নেন। কিন্তু বলকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল চলে যায় সাকার কাছে। দলকে এগিয়ে নিতে ভুল করেননি তিনি।

শুরুতেই গোল হজম করলেও দমে যায়নি স্বাগতিকরা। বরং গোল পরিশোধের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। ম্যাচের বয়স আধাঘন্টা হওয়ার আগেই গোল পেয়ে যায় তারা। আর এক ঘন্টা হওয়ার আগে জয়সূচক গোলটিও। রাউল জেমিনেজ ২৯ মিনিটে গোল করার পর ৫৯ মিনিটে ববি ডি কর্ডোভা রেইড করেন গোলটি।

Exit mobile version