ট্রাইনেশন সিরিজের শেষ ম্যাচ
এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির লক্ষ্যে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ মেয়েদের আজ আজারবাইজান পরীক্ষা । মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলা আফঈদা-ঋতুপর্ণারা আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দল আজারবাইজানের বিপক্ষে। সন্ধ্যা ৭ টায় ঢাকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
মার্চে মেয়েদের মিশন অস্ট্রেলিয়া। যেখানে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবলারদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। তারই প্রস্তুতি নিতে ট্রাই নেশন সিরিজে ব্যস্ত বাটলারের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ, অপরদিকে শক্তিশালী দল আজারবাইজান তাদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে। ফলে এই ম্যাচটি দেশের মেয়েদের জন্য অনেক বড় পরীক্ষা হতে যাচ্ছে।

শক্তিমত্তার বিবেচনায় বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে আজারবাইজান। তাছাড়া সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার খানিকটা স্বস্তিতেই রয়েছে আজারবাইজানের নারীরা। অপরদিকে বরাবরের মতো মালয়েশিয়ার বিপক্ষেও হাই – লাইন ডিফেন্সে খেলে বাংলাদেশ। কিন্তু বাটলারের এই পদ্ধতি সফল হয়নি। তাই জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে আফঈদা- ঋতুপর্ণারা।
মালয়েশিয়ার বিপক্ষে বেশ কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি করলেও বল জালে জড়াতে সক্ষম হয়নি বাংলাদেশ। বল পজিশন, নিখুঁত পাসিং, কাউন্টার অ্যাটাকিং সব কিছুতে এগিয়ে থাকলে ফিনিশিং ব্যর্থতায় ম্যাচ হারে বাংলাদেশ।
বাটলারের হাই- লাইন ডিফেন্স বারবার হতাশ করেছে ফুটবল ভক্তদের। এ নিয়ে আলোচনা -সমালোচলাও কম হয়নি। তবে নিজের ট্যাকটিস নিয়ে অনড় বাটলার। ইউরোপের দলের সঙ্গে খেলার আগে মিডিয়ার জন্য কোনো সেশন রাখেনি বাংলাদেশ। যা অবাক করেছে সবাইকে। তবে আজারবাইজান অবশ্য মিডিয়াকে সময় দিয়েছে।
আজারবাইজানের কোচ প্রথমে মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন,
আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই। এই মিডিয়া কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ।’
বাংলাদেশ দল নিয়ে তার অভিমত ‘
আমি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচটি দেখেছি, এবং এটা আমার ব্যক্তিগত মতামত যে, আমি মনে করি বাংলাদেশ তাদের পারফরম্যান্স ও খেলা দিয়ে ওই ম্যাচে আরও বেশি সম্ভাবনাময় ছিল।
ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে ১৩ বছর পর ফেরাটা রাঙিয়ে তুলতে পারেনি আফঈদারা। শক্তিশালী আজারবাইজান, ভক্তদের মনে উন্মাদনা, হাই-লাইন ডিফেন্স নিয়ে আলোচনা, সব মিলিয়ে রোমাঞ্চকর এক রাত উপভোগ করবে ফুটবলপ্রেমীরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















