আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট
তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা জেলা পর্যায়ে জেলা প্রশাসন ঢাকা ও জেলা ক্রীড়া অফিস,ঢাকার আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ (সিজন- ২০২৫-২০২৬) শুরু হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (যুগ্মসচিব) ক্রীড়া পরিদপ্তর,ঢাকা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, পদ্মা সরকারি কলেজ, দোহার এর অধ্যক্ষ মোঃজালাল হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুমন কুমার মিত্র জেলা ক্রীড়া অফিসার, ঢাকা ও সদস্য সচিব, টুর্নামেন্ট কমিটি। প্রতিযোগিতায় ২৪ টি কলেজ অংশগ্রহণ করছে।
প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (যুগ্মসচিব) ক্রীড়া পরিদপ্তর বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়িত হচ্ছে। মূলত লেখাপড়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি এবং মাদক আসক্তি ছেড়ে খেলার মাঠে ফিরিয়ে এনে সুস্থ সবল জাতি গঠনে আজকের এ প্রয়াস । কেননা আজকের এ তুরুণেরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। জেলা পর্যায়ের আয়োজন শেষে শেষে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় নৌবাহিনী কলেজ দল ৫-০ গোলে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে শুভ সূচনা করে। আগামী ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এ মাঠেই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















