২০২২ সালের সেপ্টেম্বরে নেপালের মাটিতে প্রথমবারের মতো নারী সাফের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিলেন সাবিনা-সানজিদারা। দুই বছর পর আবারও সেই নেপালে বসতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ৭ম আসর। চলতি বছরের অক্টোবরের ১৭ থেকে ৩০ অক্টোবর দক্ষিণ এশিয়ার নারী ফুটবলাররা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবেন।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজ সাফের কংগ্রেসে বিষয়টি নিশ্চিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফে ও সাফ সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক ও প্রবীণ সংগঠক আনোয়ারুল হক হেলাল।
সভায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল, ভূটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হলেও ভার্চুয়ারি যোগ দিয়েছিলেন পাকিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিরা। সভায় বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ায় ফুটবল উন্নয়নে কাজ করছে সাফ।

নারী সাফের ৭ম আসরে বাংলাদেশ খেলবে এ-গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী ভারত এবং পাকিস্তান। বি-গ্রুপে বর্তমান রানার্স আপ নেপাল খেলবে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে।

সভায় নারী সাফ ছাড়াও ছেলেদের বয়স ভিত্তিক দুই টুর্নামেন্টের গ্রুপিং চূড়ান্ত করা হয়। নেপালে আগামী ১৬ থেকে ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে। যেখানে এ-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক। বি-গ্রুপে ভারত খেলবে ভূটান ও মালদ্বীপের বিপক্ষে।

পরের মাসেই অর্থাৎ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর ভূটানে অনুষ্ঠিত হবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের লড়াই। এখানে এ-গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত ও মালদ্বীপের বিপক্ষে। বি-গ্রুপে ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











