সময়টা খুব খারাপ যাচ্ছে ওয়েস্ট হাম ইউনাইটেডের মিডফিল্ডার লুকাস পাকুয়েতার। এক ঘটনায় তার পারিবারিক জীবনে নেমে এসেছে অন্ধকার। গত দুই বছর ধরে দুঃসহ জীবন পার করছে তার পরিবার- বলেছেন পাকুয়েতার স্ত্রী।
পাতানো খেলায় জড়িত থাকার অভিযোগে পাকুয়েতার বিপক্ষে তদন্ত চলছে। আর এই তদন্ত তাদের জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে। একের পর এক তদন্ত। এখন ফলাফলের অপেক্ষা করছে তারা।
পাকুয়েতার বিপক্ষে অভিযোগ বেটিং কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে চারটি লাল কার্ড দেখেছেন তিনি। যদিও পাকুয়েতা তা অস্বীকার করেছেন। বলেছেন, তিনি এমন কোনো কর্মকান্ডের সঙ্গে জড়িত নন। যাহোক পাকুয়েতার বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তিনি সারা জীবনের জন্য নিষিদ্ধ হবেন।
পাকুয়েতার স্ত্রী মারিয়া এডুয়ার্ডো ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে সময় পার করছি। তবে আমার স্বামী দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা কেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা একমাত্র সৃষ্টিকর্তা ও পাকুয়েতা জানে।
গত রোববারও পাকুয়েতা হলুদ কার্ড দেখেন। টটেনহামের বিপক্ষে ম্যাচে মিকে মুরকে ফাউল করায় হলুদ কার্ড পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ঘটনার সাত মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















