জাতীয় দলের অধিনায়ক হতে চান এঞ্জো
আর্জেন্টিনা নেতৃত্বের স্বপ্ন এঞ্জো ফার্নান্দেজের : তার বয়স খুব বেশি নয়। তিন বছর আগে ছিল ২১ বছর। ওই বয়সে একজন ফুটবলারের আরাধ্য সবকিছু পেয়ে গেছেন এই আর্জেন্টাইন। বিশ্বকাপ, মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা, ফিফা বিশ্বকাপ তরুণ উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার-সবই পেয়েছেন। বাকি জাতীয় দলের নেতৃত্ব। এঞ্জো ফার্নান্দেজ এখন এটি চান। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে এই ইচ্ছার কথা জানিয়েছেন চেলসির এই তারকা।

আর্জেন্টিনা নেতৃত্বের স্বপ্ন এঞ্জো ফার্নান্দেজের , চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির স্বপ্নের সারথী তিনি। সে সঙ্গে টানা দুই বিশ্বকাপ জয়ের হাতছানি তার সামনে। সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছে ব্রাজিল। ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার ব্রাজিল এই কৃতিত্ব দেখানোর পর আর কেউ তা করতে পারেনি। এঞ্জো ফার্নান্দেজের সামনে এখন সেই সুযোগ। সে সঙ্গে ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিতে চান তিনি।
এক সাক্ষাতকারে এঞ্জো ফার্নান্দেজ বলেন, ব্যক্তিগতভাবে আমি অবশ্যই দলকে নেতৃত্ব দিতে চাই। এটা আমার ইচ্ছার ওপর নির্ভর করে না। তবে আমার অধিনায়ক হওয়ার স্বপ্ন রয়েছে।
লিওনেল মেসির স্থলাভিষিক্ত হতে চান ফার্নান্দেজ। ৩৮ বছর বয়সী মেসি অবসরে গেলেই এই সুযোগটা ফার্নান্দেজের সামনে আসতে পারে। তবে মেসি কখন জাতীয় দলকে বিদায় বলবেন তা এখনো অনিশ্চিত। ২০২৬ বিশ্বকাপ হয়তো মেসির সেই বিশ্বকাপ। একই সঙ্গে জাতীয় দলের হয়ে শেষ মিশন। এ সম্পর্কে এঞ্জো বলেন, আমি জানি না, কখন সে সুযোগ আসবে। সময়ই তা বলে দেবে। কর্মকর্তারা সে সিদ্ধান্ত নেবেন। তবে জাতীয় দলের আর্মব্যান্ড আমার কাছে আসলে তা আমার জন্য দারুণ সম্মানের বিষয় হবে।
২০২৬ বিশ্বকাপ আমরা নিজেদের কাছে রাখতে চাই। সে সম্পর্কে এঞ্জো বলেন, আমরা বিশ্বকাপ ধরে রাখতে চেষ্টা করবো। আমরা আমাদের সেরাটা দিতেই চেষ্টা করবো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















