পারলো না আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শতভাগ জয়ের কীর্তি গড়া দলটি নারী কোপা আমেরিকার ফাইনালে উঠতে পারলো না। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে তারা কলাম্বিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে কলাম্বিয়া ৫-৪ গোলে জয় পায়।
গ্রুপ পর্বে কলাম্বিয়া তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছিল। গ্রুপ পর্বে মাত্র তিনটি দল অপরাজিত ছিল। কলাম্বিয়া ছিল তাদের একটি। ‘বি’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলকেও তারা রুখে দিয়েছিল। গোলশূন্য ড্র করেছিল। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও তারা শক্তিমত্তার পরিচয় দেয়। নির্ধারিত সময়ের খেলা শুধু গোলশূন্য ড্র করেছে তা নয়, আর্জেন্টিনাকে নাকানি চুবানি খাইয়েছে। আর্জেন্টিনার তুলনায় প্রায় দ্বিগুন সময় তারা বলের নিয়ন্ত্রণ রেখেছে। আর্জেন্টিনা ৩৮ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে, আর কলাম্বিয়া নিয়ন্ত্রণ করেছে প্রায় ৬২ ভাগ সময়।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা শতভাগ জয়ের দেখা পেলেও তাদের আক্রমণভাগ তেমন কার্যকরী ছিল না। চার ম্যাচে তারা মাত্র ছয়বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল। কলাম্বিয়ার শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে সেই আক্রমণভাগ ছিল অনেকটা অকার্যকর। ফলে বেশ কয়েকটা আক্রমণ রচনা করলেও তা থেকে গোল পাওয়া হয়নি।
এই হারের ফলে আর্জেন্টিনাকে এখন স্থান নির্ধারণী খেলায় অংশ নিতে হবে। অন্যদিকে কলাম্বিয়া চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে। আগে তিনবার ফাইনালে উঠলেও দলটি শেষ হাসি হাসতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















