সময় যত গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের দিন ততই ঘনিয়ে আসছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি কবে জাতীয় দলকে বিদায় জানাবেন সে তথ্য এখনো জানাননি। তবে একটা বিষয় পরিস্কার জাতীয় দলের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি দেশের মাটিতে বৃহষ্পতিবার শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। এ দিন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে খেলবে। সবকিছু ঠিক থাকলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। আর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ।
মেসি আগেই জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপ হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। এরপর হয়তো মেসিকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। ২০২৬ সালের বিশ্বকাপের চার বছর পর ২০৩০ সালে পরবর্তী বিশ্বকাপ। এ আসরের বাছাই পর্ব শুরু হবে ২০২৭ সালে। তখন মেসির বয়স হবে ৪০।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ সম্পর্কে মেসি বলেন, এ ম্যাচটি আমার জন্য বিশেষ কিছু। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আর প্রীতি ম্যাচ বা অন্য কোনো ম্যাচ আছে কিনা তা আমি জানি না। তবে এ ম্যাচটি আমার জন্য বিশেষ কিছু। মাঠে আমার স্ত্রী, সন্তান, বাবা মা সবাই উপস্থিত থাকবে। এ ম্যাচের পর কি ঘটবে তা আমি জানি না।
মেসির এমন মন্ত্যেবের পর দক্ষিণ আমেরিকার ফুটবলের গভর্নিং বটি কনমেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির আর্জেন্টাইন জার্সি দিয়ে লিখেছেন, দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















