মিসরের ক্লাব আল আহলির দায়িত্ব নিচ্ছেন কোচ হোসে রিভেইরো। দক্ষিণ আফ্রিকার ক্লাব অরলান্ডো পাইরেটসের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নুতন এই দায়িত্ব নিতে যাচেছন রিভেইরো। বৃহষ্পতিবার আল আহলি এই ঘোষণা দিয়েছে।
দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন রিভেইরো। তার প্রথম মিশন ক্লাব বিশ্বকাপ। বহুল প্রত্যাশিত এই টুর্নামেন্টে আল আহলি ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপের তার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্টার মায়ামি, এফসি পোর্তো আর পালমেইরাস। ৩২ দলের প্রতিযোগিতায় গ্রুপের শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে।
আল আহলি আফ্রিকার সবচেয়ে সফল দল। এবার তারা ৪৫তম লিগ শিরোপা জয় করেছে। তারা সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ১২ বার। এর মধ্যে ২০১৯-২০ থেকে এ সময়ে ছয় মৌসুমে চারবার শিরোপা জয় করেছে তারা।
রিভেইরো মৌসুম শেষ হওয়ার আগেই পাইরেটসের দায়িত্ব ছেড়ে দেন। তিন বছর তিনি এ ক্লাবটির দায়িত্বে ছিলেন। দায়িত্ব ছাড়ার আগে তিনি ক্লাবের প্রতি সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















