সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে এ মাসেই শেষ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান চুক্তি। রোনালদো আল নাসর ছেড়ে যাচ্ছেন এ গুঞ্জন এখন সর্বত্র। তবে সর্বশেষ তথ্য হচ্ছে রোনালদো কোথাও যাচ্ছেন না। সবকিছু ঠিক থাকলে এই পর্তুগীজ তারকা আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। রোনালদো নিজেই এমনটা জানিয়েছেন।
আল নাসরের হয়ে গোলের পর গোল করেছেন। ব্যক্তিগত অর্জনকে সমৃদ্ধ করেছেন। তবে দলীয় সাফল্যের খাতা শূন্য। দিন কয়েক আগে জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগ জয়ের পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন এনেছেন রোনালদো। নেশনস লিগ জয়ের পর ভবিষ্যত ঠিকানা বিষয়ে এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, না ভবিষ্যত ঠিকানা বদলাবে না। আমি আল নাসরেই থাকবো।
আল নাসর ছাড়ার গুঞ্জন ওঠার পর আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট প্রস্তাব দিয়েছিল। অবশ্য এ গুঞ্জনের সত্যতা নেই। তবে রিভার প্লেটের প্রস্তাব সত্যি হোক আর মিথ্যা হোক এখন আর তার কোনো যুক্তিকতা নেই। কেননা রোনালদো তার ঠিকানা এরই মধ্যে চূড়ান্ত করে ফেলেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











