উয়েফা ইউরোপা লিগে অবশেষে জয়ের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা পিএওকে সালোনিকাকে ২-০ গোলে হারিয়েছে। দুটো গোলই করেন আমাদ দিয়ালো।
ইউরোপা লিগে চার ম্যাচে এটা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম জয়। তবে দলটি এখনো অপরাজিত। আগের তিন ম্যাচের তিনটিতেই ড্র করেছিল তারা।
অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নেওয়া রুদ ফন নিস্তেলরয়ের হাত ধরে যেনো বদলে গেছে ম্যানইউ। আগের কোচ এরিক টেন হাগ যেখানে জয়ের জন্য মাথা কুটে মরছিলেন সেখানে নিস্তেলরয় দায়িত্ব নিয়েই ইউরোপাতে দলকে জয় এনে দিলেন।
উভয় দলই ইউরোপা লিগে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এ ম্যাচটি সফরকারী দল একের পর এক আক্রমণ চালিয়ে খেলাটি বেশ উপভোগ্য করে তুলেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানইউ তাদের চমকে দেয়। ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে বল পেয়ে দিয়ালো দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন। দ্রুত ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল পিওএকে। ৬৪ মিনিটে অরক্ষিত অবস্থায় বল পেয়েছিলেন টারিল টিসোউডালি। কিন্তু তার দুর্বল শট ম্যানইউয়ের কোনো ক্ষতি করতে পারেনি।
খেলা শেষের বাঁশি বাজার ১৩ মিনিটে আগে ম্যানইউ তাদের দ্বিতীয় গোল পায়। ওনানা ও দিয়ালোর চমৎকার রসায়নে দিয়ালো নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এ জয়ের ফলে চার ম্যাচ থেকে ম্যানইউয়ের সংগ্রহ ৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৫তম স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















