নারী কোপা আমেরিকায় সেমিফাইনালের বাধা পার হতে পারেনি আর্জেন্টিনা। কলাম্বিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে। তবে ব্রাজিল ঠিকই কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। উরুগুয়েকে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে গেছে। বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।
ম্যাচের ফল বলছে একতরফা ম্যাচ হয়েছে। মাঠে পরিস্কার আধিপত্য করেছে ব্রাজিল। উরুগুয়ে ৩১ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে। আর ব্রাজিল ৬৯ ভাগ সময়।
ম্যাচের ফল কি হতে পারে তা শুরুতেই পরিস্কার করে দেয় ব্রাজিল। মাত্র ১৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে তারা এগিয়ে যায়। আমান্দা গুইতারেস ১১ মিনিটে প্রথম গোল করেন। দুই মিনিট পর স্কোরশিটে নাম লেখান জিওভানা। আর ২৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন মার্তা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। প্রথমার্ধে ব্রাজিল আর কোনো গোল পায়নি।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল মাত্র দুই গোল করেছে। তবে এ অর্ধে উরুগুয়ে আরো নাজুক অবস্থায় পড়ে। ৫৮ মিনিটে দলটির ইয়ামিলা ডরনেলেস লাল কার্ড দেখেন। এর আগে ৫১ মিনিটে ব্রাজিেলের ইসাদোরা হাস নিজেদের জালে বল জড়িয়ে উরুগুয়েকে একটা গোল উপহার দেন। ৬৫ মিনিটে গুইতারেস আবার স্কোরশিটে নাম লেখান। ব্রাজিল এগিয়ে যায় ৪-১ গোলে। ম্যাচের শেষ সময়ে ডুডিনহা গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন।
আগামী ২ আগষ্ট ফাইনাল অনুষ্ঠিত হবে। আগের দিন স্থান নির্ধারনী খেলায় অংশ নেবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। গ্রুপ পর্বে দুটো দল একই গ্রুপে ছিল। সে সময়ে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছিল। দুই ফাইনালিস্ট ব্রাজিল ও কলাম্বিয়া একই গ্রুপে ছিল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
গত চার আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও কলাম্বিয়া। চার আসরেই জয় পেয়েছে ব্রাজিল। নারী কোপা আমেরিকার ৯ আসরের মধ্যে আটবারই চ্যাম্পিয়ন ব্রাজিল। একবার মাত্র শিরোপা জয় করেছে আর্জেন্টিনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















