ছুটি কাটিয়ে প্রায় এক মাস পর ঢাকায় ফিরলেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গত ২৬ এপ্রিল হঠাৎ করেই স্পেন যান ক্যাবরেরা। পরবর্তীতে জানা যায়, অসুস্থ স্ত্রী দেখতে তিনি ছুটি নিয়েছেন। ফিরলেন চার সপ্তাহ পর। ২১ মে বুধবার বিকেলে তিনি ঢাকায় এসেছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়ীত্ব পালন করা হ্যাভিয়ের ক্যাবরেরার ছুটি কাটানো নিয়মিত ঘটনা। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও এক মাসের ছুটি কাটিয়েছেন।
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই স্পেন গিয়েছিলেন। ফিরেছিলেন ২২ এপ্রিল। ওইদিন সকালে ঢাকায় ফিরে বিকেলেই ময়মনসিংহে গিয়েছিলেন বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে। ওই ম্যাচের তিনদিন পরই নিয়েছিলেন ছুটি।
এদিকে, ১০ জুন ঢাকায় অনুষ্ঠেয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ৩১ মে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। ২৯ মে লিগ শেষ হলে জাতীয় দলের ফুটবলাররা একদিনে ছুটি পাবেন।
ভুটানের বিপক্ষে অনুশীলন ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ফুটবলের ম্যাচকে সামনে রেখে ৩১ মে ক্যাম্প শুরু হলেও সেইদিন হামজা চৌধুরী যোগ দিবেন কিনা বিষয়টি এখনও নিশ্চিত নয়। এই বিষয়টি হামজার ওপরই ছেড়ে দেয়া হয়েছে। সেভাবেই তার ঢাকায় আসা যাওয়ার টিকিট ব্যবস্থা করা হবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কানাডা প্রবাসী শমিত সোম প্রথম দিনই অনুশীলনে যোগ দিবেন না তা আগেই জানানো হয়েছে। আগামী ১ জুন কানাডা লিগে শমিত সোমের ম্যাচ আছে। ম্যাচ শেষ করেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন শমিত।
ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম অবশ্য প্রথম দিন থেকেই অনুশীলনে যোগ দিচ্ছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















