অসাধারণ এক কীর্তি গড়ছে টটেনহাম হটস্পার। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে বুধবার রাতে জয় করেছে ইউরোপা লিগ। এতে করে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা ঘুচেছে ক্লাবটির। দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে প্রথম শিরোপার দেখা পেয়েছেন অধিনায়ক সন হিউং মিন। ক্লাবকে শিরোপা এনে দেওয়ার পর নিজেকে কিংবদন্তী দাবি করছেন তিনি।
মৌসুম শুরুর আগে একজন কিংবদন্তী হিসেবে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন হিউং মিন। তবে বিষয়টি কঠিন ছিল। গতকাল শিরোপা জয়ের পর এ বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন আমি কিংবদন্তী। কেন নয়? শুধু একদিনের জন্য আমি কিংবদন্তী। গত ১৭ বছরে কোনো অধিনায়ক এটা করতে পারেনি। কিন্তু সে সব খেলোয়াড়কে নিয়ে আজ আমরা তা করতে পেরেছি। আজ বলতে পারি, আমি ক্লাবের কিংবদন্তী।’
হিউং মিন আরো বলেন, আমি দারুণ অনুভব করছি। এমন একটা দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ তা হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি আনন্দিত। এ মুহুর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন।
ইনজুরি মুক্ত হয়ে আজ মাঠে ছিলেন হিউং মিন। ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মাতাল হন তিনি। শরীরে দক্ষিণ কোরিয়ার পতাকা জড়িয়ে নেন। দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে স্যালুট দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















