ওল্ড ট্রাফোর্ডে গতকাল রাতের ম্যানচেস্টার ইউনাইটেড বনাম এভারটনের ম্যাচটা শুরু থেকেই উত্তেজনায় টগবগ করছিল, কিন্তু ১৩ মিনিটের ঘটনাই পুরো ম্যাচের রূপরেখা বদলে দেয়। এভারটনের সেনেগাল মিডফিল্ডার ইদ্রিসা গানা গ্যেয়ে হঠাৎ সতীর্থ মাইকেল কিনকে চড় মেরে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক মুহূর্তের মেজাজ হারানোয় দল দাঁড়িয়ে যায় ১০ জনে।
ঘটনার সূত্রপাত হয় একটি সাধারণ ক্লিয়ারেন্সকে কেন্দ্র করে। ইউনাইটেডের আক্রমণ থামানোর পর গ্যেয়ে বল তুলে দেন কিনকে, কিন্তু তিনি বল ক্লিয়ার করতে দেরি করায় ব্রুনো ফের্নান্দেস শট নিয়ে বসেন। শট লক্ষ্যভ্রষ্ট হলেও মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাকবিতণ্ডা থেকে আচমকা চড়। এর পরই রেফারির লাল কার্ড।
তখন সবাই ভেবেছিলো যে এভারটনের দশ জনের দলকে খুব সহজেই হারিয়ে দিবে ম্যান-ইউ। কিন্তু প্রত্যাশিত সেই ফলাফল আসেনি।
একজন কম নিয়েও এভারটন কিন্তু ভেঙে পড়েনি। ২৯ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে কিয়েরনান ডেউসবারি হল দুইজনকে কাটিয়ে কোনাকুনি দুর্দান্ত শটে জালে পাঠান। সেই একমাত্র গোলেই সিদ্ধান্ত হয়ে যায় ম্যাচের। দশ জনের দল নিয়েই ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দেয় এভারটন।
ইউনাইটেডও চেষ্টা করেছে ফেরার, কিন্তু এভারটনের জমাট রক্ষণ আর জর্ডান পিকফোর্ডের অবিশ্বাস্য পারফরম্যান্সে সব ধাক্কা ব্যর্থ। অন্তত ছয়টি দুর্দান্ত সেভে গোলপোস্ট আগলে রেখে পিকফোর্ড এভারটনকে ২০১৩ সালের পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ের স্বাদ দেন।
২০১৩ সালের সেই জয়ের সময় ইউনাইটেডের কোচ ছিলেন ডেভিড ময়েস, আর এবার তিনি এভারটনের ডাগআউট থেকে জয়ের স্বাক্ষর রাখলেন।
হারের পর কোচ আমোরিমের মুখ থেকে বের হলো পুরোনো হতাশারই প্রতিধ্বনি।
তিনি বলেন, “আমরা লিগ শীর্ষে লড়াই করার মতো অবস্থায় নেই। এমনকি শীর্ষের কাছে যাওয়ার মতো অবস্থাতেও না। গত মৌসুমের ভয়ংকর স্মৃতি মাথায় ঘুরছে। এটাই সবচেয়ে বড় চিন্তা।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















