লা লিগায় আগের ম্যাচে গোল পাননি কিলিয়ান এমবাপ্পে। তার দল রিয়াল মাদ্রিদ পায়নি জয়ের দেখা। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তা যেন সুদে আসলে পুষিয়ে দিলেন এই ফ্রেঞ্চ তারকা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অলিম্পিয়াকসকে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে সবগুলোই গোল করেছেন এমবাপ্পে। হ্যাটট্রিকসহ চার গোল।
তার দাপটে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে। মাত্র ৩৭ মিনিটে গোল চারটি করেন তিনি। তবে হ্যাটট্রিক পূর্ণ করেছেন মাত্র সাতি মিনিটে। ২২ মিনিটে প্রথম গোল। দ্বিতীয় ও তৃতীয় গোল করেছেন ২৪ ও ২৯ মিনিটে। শেষ গোল করেছেন ৫৯ মিনিটে। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক এটি।
এমন ঘটনায় মুখে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। অথচ শুরুতে তাদের মুখের হাসি কেড়ে নিয়িছিল স্বাগতিক দল। খেলা শুরু হতে না হতেই তারা গোলের দেখা পেয়েছিল। মাত্র অষ্টম মিনিটে অলিম্পিয়াকস গোল করে এগিয়ে গিয়েছিল। এ গোলেই যেন তাতিয়ে দিয়েছিল এমবাপ্পেকে। মুহুর্তেই খেলার গতিতে পরিবর্তন আনে রিয়াল মাদ্রিদ। আর তাতেই গোল বন্যায় ভাসতে হয় তাদের।
রিয়ালের বিশেষ করে এমবাপ্পের দাপটের জবাব দিতে একটু বেশিই দেরি করেছে ফেলে অলিম্পিয়াকস। ফলে আর ঘুরে দাঁড়ানো হয়নি। চেষ্টা যে তারা করেনি, তা নয়। ৫২ মিনিটে ও ৮১ মিনিটে গোল করে তারা ম্যাচে বেশ উত্তেজনা ফিরিয়ে এনেছিল। কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ গোল আর তাদের পাওয়া হয়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। অলিম্পিয়াকস রয়েছে তলানিতে। তাদের পয়েন্ট ২।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















