একের পর এক ট্রফি জয় যেনো তার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। এ জন্য পরবর্তী কোপা আমেরিকা জয়ের পরিকল্পনা করছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
ক্লাবের মতো জাতীয় দলের হয়ে সব ধরনের ট্রফিই জয় করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। অথচ একটা সময় জাতীয় দলের জার্সিতে ব্যর্থতার কারণে অবসরই নিয়েছিলেন। কিন্তু এলএম টেন যেন এখন থামতেই চান না।
সব মিলিয়ে ফুটবল ক্যারিয়ারে দুই হাতে সাফল্যের মুক্তা কুড়িয়েছেন লিওনেল মেসি। তবে তা ছিল শুধু ক্লাব ফুটবলে। জাতীয় দলের হয়ে তার প্রাপ্তির খাতা ছিল শূন্য। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এক ঝটকায় সব আলো নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।
লিওনেল মেসি বর্তমানে ছুটিতে রয়েছেন। ইউরোপের বিভিন্ন লিগের খেলা চললেও মেজর সরকার লিগে কোনো খেলা নেই। ফলে মেসির সামনে অফুরন্ত অবসর।
আর এই অবসরে তিনি কোপা আমেরিকা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। বলেছেন, ইন্টার মায়ামিকে যেমন তিনি আরো ট্রফি এনে দেওয়ার পরিকল্পনা করছেন তেমনি আর্জেন্টিনার হয়েও শিরোপা জিততে চান।
আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে মেসি বলেছেন, ২০২৪ সালটা আমার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। আমাদের এবার লক্ষ্য থাকবে কোপা জয়ের।
অধিকাংশ ফুটবলার এই মুহুর্তে ইউরোপের বিভিন্ন ক্লাবে টানা খেলে চলেছে। কিন্তু তার মধ্যেই নিজেদের দেশের হয়ে লড়াই করার জন্য তৈরি থাকতে হবে। এই বিষয় নিয়ে কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।’আগামী বছর কোপা আমেরিকা হবে আমেরিকায়। আর সেখানেই খেলছেন মেসি।
সেই প্রসঙ্গে তিনি বলেছেন, আমেরিকার ফুটবল ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টার মায়ামিত খেলার সুবাদে সেটা আমি প্রতিনিয়ত অনুভব করি। তাছাড়া বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা দলের দিকে সবার নজর একটু বেশি থাকবে। আমি শতভাগ সুস্থ ফুটবল নিয়ে সেখানে খেলতে চাই। তা হলেই লক্ষ্য স্পর্শ করা সম্ভব।
নিজের ক্লাব সম্পর্কে মেসি বলেন, খুব কম সময়ের মধ্যে আমি সেখানকার সঙ্গে মানিয়ে নিয়েছি। ক্লাবটিকে আমি ভালোবাসি। যাহোক নতুন বছরে আমি মায়ামি সমর্থকদের ট্রফি উপহার দিতে তৈরি থাকবো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















