২০২৩ সালের পর থেকে ইনজুরিতে জর্জরিত সময় পার করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও। একবার নয়, দুই দফায় বড় ধরনের চোটে পড়েছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসনের সময়টা এতটাই কঠিন ছিল যে, একসময় ফুটবল ছেড়ে দেওয়ার কথাও মাথায় এসেছিল তার।
চোটের কারণে টানা ৪০০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। এই সময় রিয়ালের হয়ে ৯৪টি ম্যাচ মিস করেন তিনি। মূলত এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার চোটেই ভুগেছেন তিনি। প্রথম দফায় ২০২৩ সালের আগস্টে বাঁ হাঁটুতে চোট পান এই ডিফেন্ডার। এরপর ২০২৪ সালের নভেম্বরে আবারও ইনজুরিতে পড়েন— এবার ডান হাঁটুতে।
দীর্ঘ বিরতি শেষে অবশেষে গত জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। প্রায় এক বছর পর এবার ফিরেছেন জাতীয় দলেও— দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
নিজের সেই কঠিন সময়ের স্মৃতি স্মরণ করে মিলিটাও বলেন,
“দ্বিতীয়বার চোটের পর আমার মাথায় অনেক কিছু চলছিল। আমি সত্যিই ফুটবল ছাড়ার কথা ভেবেছিলাম, কারণ সবকিছু সহজ ছিল না। তবে আমার স্ত্রী, মেয়ে আর সতীর্থদের সহায়তায় আজ আমি আবার ফিরেছি খেলায়।”
তিনি আরও বলেন,
“এমন চোট সামলানো সহজ নয়। পরিবারের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে সংযুক্ত থাকতে হয়। হঠাৎ করে জীবনের সাধারণ কাজগুলোতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এখন আমি পুরোপুরি সেরে উঠেছি এবং আবারও শীর্ষ পর্যায়ে ফিরতে পেরেছি— যা মোটেও সহজ নয়।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















