সেরি আ’তে এসি মিলান এখন সাধারন এক দল। নিজেদের হারিয়ে খুঁজছে এক সময়ের দাপটের সঙ্গে আধিপত্য করা দলটি। গত রাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে জেনোয়াকে। এ জয় সত্ত্বেও তারা স্বস্তির দেখা পাচ্ছে না। কেননা ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলার মতো অবস্থা তারা এখনো তৈরি করতে পারেনি।
৩৫ ম্যাচ থেকে এসি মিলানের পয়েন্ট ৫৭, দলটির অবস্থান নবমে। অথচ শীর্ষ ছয় দল ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। বর্তমানে নাপোলি ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭৪। এসি মিলানের এখনো তিনটি ম্যাচ বাকি। সে সব ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলেও নিজেদের অবস্থানকে খুব একটা উন্নত করার সুযোগ দলটির সামনে নেই। কেননা সপ্তম স্থানে থাকা বোলোনিয়ার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৫। ৬২ পয়েন্ট বোলোনিয়ার। ফলে এবারের লিগে হয়তো শীর্ষ দশে থাকার স্বস্তি নিয়ে আগামী মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে।
ম্যাচে এসি মিলানের অবস্থা বেশ নাজুক ছিল। এ মৌসুমে ৯ ম্যাচে হেরেছে তারা। আরও একটা হার তাদের চোখ রাঙানি দিচ্ছিল। গোল শূন্য প্রথমার্ধের ৬১ মিনিটে গোল হজম করে পিছিয়ে গিয়েছিল দলটি। ভিতিনহা করেছিলেন গোলটি। ৭৬ মিনিটে রাফায়েল লিও গোল করে সমতায় ফেরান। আর ৭৭ মিনিটে আত্মঘাতি গোলে তাদের জয় নিশ্চিত হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















