উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী দিনে পাগল এক ম্যাচ উপভোগ করেছে ফুটবলপ্রেমীরা। যে ম্যাচে নিজেদের মাঠে জুভেন্টাস মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডের। ম্যাচটি নিশ্চিত ড্র’র দিকে এগুচ্ছিলো। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেল ভিন্ন চিত্র। গোল বন্যায় ভাসলো দুই দল। মাত্র ৪৪ মিনিটে হলো আট গোল। উভয় দল করলো চারটি গোল। আর তাতে ৪-৪ গোলে শেষ হলো ম্যাচটি।
সৌভাগ্য জুভেন্টাসের। আর দুর্ভাগ্য বরুশিয়া ডর্টমুন্ডের। দুই গোলে পিছিয়ে থাকার পরও জুভেন্টাস ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। আর অন্যদিকে দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে।
জুভেন্টাসকে ম্যাচে ফেরানোর মূল কীর্তি ডুসান ভ্লাহোভিচের। জোড়া গোল করেছেন তিনি। একটা ৬৭ মিনিটে, অন্যটা ৯৪ মিনিটে। অথচ এই ভ্লাহোভিচকে বিক্রির জন্য পুরো মৌসুম ধরে চেষ্টা করেছে জুভেন্টাস। বদলি খেলোয়াড় হিসেবে ৬০ মিনিটের সময় মাঠে এসে ৬৭ মিনিটেই গোল করেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে পাওয়া গোলেও অবদান ছিল ভ্লাহোভিচের। ৯৬ মিনিটে লয়েড কেলির করা গোলটির রূপকার ছিলেন তিনি।
এর আগে বরুশিয়ার হয়ে গোল করেন করিম আদেয়েমি, ফেলিক্স নেচা, ইয়ান কোুত ও রামি বেনসেবাইনি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এ ম্যাচটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এ নিয়ে সপ্তমবারের মতো এক ম্যাচের উভয় দল চারটি করে গোলের কৃতিত্ব দেখিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















