কঠিন এক পরীক্ষায় পাস করে ইন্টার মায়ামি লিগস কাপের নক আউট পর্বের দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশ সময় আজ ভোরে লিগস কাপের দ্বিতীয় ম্যাচে ট্রাইব্রেকারে তারা ৬-৫ গোলে জয় পেয়েছে। নেকাক্সার বিপক্ষে নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। দুই ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে মেজর সকার লিগের দলটি শীর্ষে অবস্থান করছে। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে তারা আগামী ৫ আগষ্ট মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ পুমাস ইউনাম।
ম্যাচে ছিল চরম নাটকীয়তা। একদিকে মেসি খেলতে পারেননি। ইনজুরির কারণে মাঠ ছেড়ে যান তিনি। এই ধাক্কা সামলে উঠতে না উঠতে ইন্টার মায়ামি লাল কার্ডের দেখা পায়। মাত্র ১৭ মিনিটে ম্যাক্সিমিলানো ফ্যালকন লাল কার্ড দেকে মাঠ ছাড়েন। তার আগে অবশ্য তেলাসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। তারপরেই লার কার্ডের দেখা পায় মায়ামি।
লাল কার্ডের ধাক্কা মায়ামি বিপদে ফেলে দেয়। একজন বেশি নিয়ে খেলার সুযোগটা ভালোভাবে কাজে লাগায় নেকাক্সা। ৩৩ মিনিটে তারা সমতায় ফেরায়। এর মাঝে বিরতির পর নেকাক্সা ১০ জনের দলে পরিণত হয়। ক্রিস্টিয়ান কালডেরন লাল কার্ড দেখলে খেলোয়াড় সংখ্যা উভয় দলে দশজনে পরিণত হয়। খেলোয়াড় কমলেও দাপট কমেনি নেকাক্সার। ৮১ মিনিটে তারা রিকার্ডো মনরিয়ালের গোলে এগিয়ে যায়।
চরম নাটকীয়তা দেখা যায় শেষ সময়ে। ম্যাচের ইনজুরি সময়ে ইহোর্দি আলবা গোল করে মায়ামি ম্যাচে ফেরায়। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম শটে রদ্রিগো দি পল গোল করে মায়ামিকে এগিয়ে নেন। দ্বিতীয় শট পর্যন্ত সমানে সমান লড়াই চলে। নেকাক্সা তাদের তৃতীয় শটে গোল পায়নি। আর এটাই শেষ পর্যন্ত ম্যাচ নির্ধারক হয়ে দাঁড়ায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















