বছরের শেষ ম্যাচে এসে ধাক্কা হজম করতে হলো সেরি-আ’র শীর্ষ দল ইন্টার মিলানকে। শুক্রবার রাতে অ্যাওয়ে ম্যাচে জেনোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দলটি। এগিয়ে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টার।
ম্যাচের ৪২তম মিনিটে মার্কো আরনাউতোভিচ ইন্টার মিলানকে এগিয়ে দিয়েছিলেন। ইনজুরির কারণে প্রথমার্ধের যোগ করা সময়ের ৭ম মিনিটে স্বাগতিক জেনোয়াকে সমতায় ফেরান রাদু ড্রাগুসিন।
ড্র সত্ত্বেও ইন্টার মিলানের শীর্ষে থাকতে কোনো সমস্যা হয়নি। ১৮ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। তবে জুভেন্টাস তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলার দারুণ একটা সুযোগ পেয়েছে। ৪০ পয়েন্ট নিয়ে দলটি দ্বিতীয় স্থানে রয়েছে। একটা ম্যাচও কম খেলেছে তারা।
সেরি-আতে শীর্ষস্থানের লড়াই মূলত এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। ৩৩ পয়েন্টে টেবিলে ততৃীয় স্থানে রয়েছে এসি মিলান। চতুর্থ স্থানে ফিওরেন্টিনা। উভয় দলের পয়েন্ট ৩৩।
নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরু থেকেই ইন্টার মিলানকে চেপে ধরেছিল জেনোয়া। তবে প্রথমার্ধের শেষ দিকে গোল পায় ইন্টার মিলান। দলটির অস্ট্রিয়ান স্ট্রাইকার আরনাউতোভিচ গোল করেন। নিকোলো বারেলার শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বল তিনি গোলে পাঠান। ইনজুরির কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকা আরনাউতোভিচের এটা এ মৌসুমে প্রথম লিগ গোল। তবে খুব বেশি সময় আরনাউতোভিচ এ গোলের সুখ স্মৃতি উপভোগ করতে পারেননি।
বিরতির বাঁশি বাজার আগেই গোল পরিশোধ করে জেনোয়া। ইনজুরি সময়ে রাদু ড্রাগুসিন দুর্দান্ত এক হেডে গোলটি করেন। ইয়ান সোমারের করা কর্নার কিক থেকে উড়ে আসা বলে ড্রাগুসিন যে হেডটি নেন তা গোলরক্ষক দুই হাতেও রুখতে পারেননি।
ম্যাচটি শুরুর পর প্রায় আট মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। গ্যালারিতে থেকে বেশ কিছু আতশ বাঁজি ছোড়া হয়েছিল, যার ধোঁয়ার কারণে রেফারির পক্ষে খেলা চালানো অসম্ভব হয়ে পড়েছিল।
এ ম্যাচে অবশ্য ইন্টার মিলান তাদের সেরা স্ট্রাইকারদের পায়নি। লাউতারো মার্টিনেজ, ফেডেরিকো ডিমার্কো ইনজুরির কারণে বাইরে ছিলেন। আর এ সুযোগটা জেনোয়া ভালোভাবেই নিয়েছে। রক্ষণভাগের ওপর চাপ কম থাকার সুযোগটা ভালোভাবেই নিয়েছে তারা।
গত এক মাসে ইন্টার মিলানের এটা দ্বিতীয় ড্র। গত মাসে জুভেন্টাসের সঙ্গে ড্র করেছিল। সেটিও ছিল অ্যাওয়ে ম্যাচ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















