অবাক করার মতো ব্যাপার, অলিম্পিক নারী ফুটবলে টানা দুই জয় নিয়েও পয়েন্টশূন্য কানাডা। ‘এ-গ্রুপে’ কানাডা তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর স্বাগতিক ফ্রান্সকেও একই ব্যবধানে পরাজিত করে। কিন্তু শাস্তি হিসেবে আগেই ছয় পয়েন্ট কেটে নেয়ার কারণে তারা এখন পয়েন্টশূন্য। অবশ্য গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে এখনও তাদের সামনে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ থাকবে।
স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর যোগ করা সময়ের ১২তম মিনিটে কানাডার পক্ষে জয়সূচক গোল করেন ভ্যানেসা জাইলস।
বাংলাদেশ সময় আগামী বুধবার রাত একটায় কলম্বিয়ার মুখোমুখি হবে কানাডা। ২০২১ সালে টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী কানাডা ফাইনালে সুইডেনকে পরাজিত করেছিলো।
কানাডার ড্রোন কাণ্ডের ঘটনার শুরু ২২ জুলাই। ওইদিন নিউজিল্যান্ডের অনুশীলন চলাকালীন সময়ে ড্রোন পাঠিয়ে অনুশীলনের ভিডিও সংগ্রহ করেন অ্যানালিস্ট জোয়ে লোমবার্ডি। তিনি রিপোর্ট করতেন নারী ফুটবল দলের সহকারী কোচ জেসমিন মান্ডারকে।
নিউজিল্যান্ডের ফুটবলাররা বিষয়টি টের পাওয়ার পর পরই পুলিশকে জানালে ড্রোন অপারেটরকে আটক করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ জানায় নিউজিল্যান্ড। ঘটনা প্রমাণিত হওয়ায় ঘটনার সাথে সাথেই ক্ষমা চায় কানাডা।
ঘটনার পর পরই ওই অ্যানালিস্ট ও সহকারী কোচকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। কানাডার প্রধান কোচ বেভ প্রিস্টম্যান ক্ষমা চেয়েছিলেন। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ডাগ আউটেও ছিলেন না তিনি। পরবর্তীতে তাকেও ছাটাই করা হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















