প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচেও বাংলাদেশকে ২০২ রানের টার্গেট দিয়েছে সালমান আঘার দল। স্বাগতিকদের পক্ষে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার শাহিবজাদা ফারহান (৭৪) ও হাসান নেওয়াজ (৫১)।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত চার রানে রান আউটের শিকার হন সাইম আয়ুব। সেখান থেকে ওয়ান ডাউনে খেলতে নামা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসকে নিয়ে দলীয় সংগ্রহকে ১১৫তে নিয়ে যান আরেক ওপেনার শাহিবজাদা ফারহান। ২৫ বলে ৪১ রান করে হারিস তানজিম সাকিবের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
হারিসের ক্যাচ ধরা রিশাদ হোসেন তুলে নেন সর্বোচ্চ ৭৪ রান করা শাহিবজাদা ফারহানকে। এর পর উইকেটে ঝড় তোলেন মিডল অর্ডারের ব্যাটার হাসান নেওয়াজ। ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন হাসান। এছাড়া অধিনায়ক সালমান আঘার ব্যাটে আসে ১৯ রান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। এছাড়া রিশাদ নেন এক উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















