ফুটবল কিংবদন্তি পেলের নামকে ঘিরে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ব্রাজিলে। দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে পেলের ব্র্যান্ড অধিগ্রহণ করেছে নেইমার এর বাবার কোম্পানি এনআর স্পোর্টস। প্রায় ১৮ মিলিয়ন ডলারে এই চুক্তি সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ২২০ কোটি টাকারও বেশি। এতদিন পেলের ব্র্যান্ডটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক এজেন্সি ‘স্পোর্টস ১০’-এর তত্ত্বাবধানে।
আনুষ্ঠানিক ঘোষণাটি দেওয়া হবে সান্তোসে অবস্থিত পেলে জাদুঘরে। দিনটির বিশেষত্বও রয়েছে। এটাই পেলের এক হাজারতম গোলের স্মরণীয় দিনের বার্ষিকী। সেই ঐতিহাসিক গোলটি এসেছিল ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচে, ৫৬ বছর আগে।
পেলে ব্র্যান্ডের অধীনে রয়েছে তাঁর ছবি, নাম, স্বাক্ষরিত পণ্যের লাইসেন্স, মূল্যবান আর্কাইভ ও আরও নানা বাণিজ্যিক অধিকার। তবে নতুন মালিকানায় কী ধরনের কৌশলগত পরিকল্পনা নেওয়া হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
এনআর স্পোর্টসের আগ্রহের বড় কারণ ছিল পেলের ব্র্যান্ডটি তাঁর মৃত্যুর পর তেমন কাজে লাগানো হয়নি। তাদের ধারণা, ২০২২ সালের ২৯ ডিসেম্বর পেলের মৃত্যু ঘটে যাওয়ার পর ব্র্যান্ডটি প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে ছিল। নতুন করে সেটিকে বিশ্বব্যাপী তুলে ধরতে চায় নেইমারের বাবার প্রতিষ্ঠানটি।
নেইমার পরিবারের সঙ্গে সান্তোস ক্লাবের সম্পর্কও দীর্ঘদিনের। পেলের ব্যবহৃত ভিলা বেলমিরোর ভিআইপি বক্সটি এরই মধ্যে পুনর্নির্মাণ করে দিয়েছেন নেইমারের বাবা, যা এখন পেলের পরিবারের জন্য সংরক্ষিত। এমনকি সান্তোসে নেইমার যোগ দেওয়ার পর থেকেই তাঁকে ‘প্রিন্স’ বলে ডাকতে শুরু করে এনআর স্পোর্টস। যা আসলে পেলের ‘কিং’ উপাধিকে সম্মান জানানোরই এক ধরন।
ফুটবল দুনিয়ায় ধারণা করা হচ্ছে, ব্র্যান্ডটি নেইমারদের হাতে গেলে সান্তোস ক্লাবও পেলের ঐতিহ্যকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করতে পারবে, তাঁকে ক্লাবের ইতিহাস থেকে আলাদা না করেই। যদিও সান্তোস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এদিকে ব্র্যান্ডটিকে নতুনভাবে বিশ্ববাজারে তুলে ধরতে বড়সড় ব্যবসায়িক পরিকল্পনার প্রয়োজন হবে। শোনা যাচ্ছে, নেইমার নিজেও এই ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত আছেন। সবকিছুই হচ্ছে পেলের পরিবারের সঙ্গে সমন্বয় করেই।
তবে এতো বড় একটি নামের ব্র্যান্ড এত কম দামে বিক্রি হওয়ায় বেশ সমালোচনা হয়েছে ব্রাজিলে। ইউওএল-এর কলামিস্ট মিলটন নেভেস প্রশ্ন তুলেছেন “খেলাধুলার ইতিহাসে সর্বকালের সেরাদের একজনের ব্র্যান্ডমূল্য এত কম হওয়ার কারণ কী?” তাঁর মতে, ব্রাজিলে পেলের মূল্যায়ন অনেক সময়ই তাঁর প্রকৃত মর্যাদার সঙ্গে মানানসই হয়নি। যেখানে অনেক কম অর্জন থাকা সত্ত্বেও অন্যরা পেয়েছে বেশি মূল্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















